Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

পত্তন ইউনিয়ন কে বলা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার মা । পত্তন ইউনিয়ন পরিষদটি প্রসিদ্ধ পত্তন গ্রামের মধ্যস্থলে পত্তন বাজারের উত্তর পাশে অবস্থিত। পত্তন ইউনিয়নের উত্তর পার্শ্বে চম্পকনগর ইউনিয়ন ও চর ইসলামপুর, র্পূব পশে বিষ্ণুপর, ও সালদাহ নদী, দক্ষিণে সিংঙ্গারবিল ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে মাছিহাতা ইউনিয়ন ও তিতাস নদী, পশ্চিমে তিতাস নদী । প্রাকৃতিক কারনে ইউনিয়নটি দুইভাগে ভিবক্ত, উজান এলাকা ও নিম্ন এলাকা ইউনিয়টিকে ছোট বড় নদী নালা খাল, বিল জালের মত বেষ্টন করে আছে । বিজয়নগর থেকে পত্তন ইউনিয়ন পরিষদ এর দুরত্ব প্রায় 7 কিলোমিটার, বিজয়নগর থেকে পত্তন ইউনিয়নে যাথায়তের বাহন হল সি এন জি যোগে নোয়াগাঁও মোড় নোয়াগাও মোড় হতে রিক্স্য যোগে পত্তন ইউনিয়ন পরিষদ । ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌকা ও রেল যোগে বা সি এন জি যোগে নোয়াগাঁও মোড় নোয়গাঁও মোড় হতে রিকস্যা যোগে পত্তন ইউনিয়ন পরিষদ ।